Video: রামদেব বাবর উপর ট্যাক্স চুরির অভিযোগ তুলেছিলেন এক সাংবাদিক!তারপর রামদেব বাবা যা বললেন..

- January 18, 2018
ইন্ডিয়ান নিউজ চ্যানেল আজটাক এ একটা শো দেখানো হয় যার নাম থার্ড ডিগ্রি।এই শো তে আসা অথিতিকে নানান প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার সময় ওই জায়গার পরিস্থিতি এমন করা হয় যেন কোনো অপরাধীকে প্রশ্ন করা হচ্ছে। সম্প্রতি এই শোএর অতিথি ছিলেন যোগগুরু বাবা রামদেব।বাবা রামদেবকে প্রশ্ন করার জন্য সেখানে অজতক চ্যানেলের 3 জন পরিচালক প্রসূন বাজপেয়ী,অশোক সিংহল ও অঞ্জনা ওম কাশ্যপ উপস্থিত ছিলেন। শো চলাকালীন প্রসূন বাজপেয়ী বাবা রামদেবকে নানান কৌশলের প্রশ্ন করছিলেন।কিন্তু এই প্রশ্ন করতে করতে এমন পরিস্থিতি তৈরী হয় যে বাবা রামদেব একসময় রেগে যান।আপনাদের জানিয়ে রাখি, প্রসূনজি বাবা রামদেবের ক্রমবর্ধমান ব্যাবসার উপর প্রশ্ন করতে গিয়ে উনার উপর ট্যাক্স চুরির অভিযোগ লাগান।যারপরেই বাবা রামদেব রগে গিয়ে বলেন, "আপনি একজন সাংবাদিক ,সাংবাদিকের মতোই কথা বলুন আমাকে রাজনৈতিক ব্যাক্তিদের মতো আমার উপর দোষারোপ করবেন না। আমি এটা সইবো না।" আসলে প্রসূনজি রামদেব বাবাকে বলেন যে উনি ট্যাক্স বাঁচানোর কারিগরি।উনি ট্যাক্স চুরি করেন।এরপরই বাবা রামদেব রেগে গিয়ে ওই সাংবাদিককে পুরো চুপ করিয়ে দেন।
দেখুন সেই ভিডিও-




EmoticonEmoticon

 

Start typing and press Enter to search