উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ অপরাধীদের উদেশ্যে সতর্ক করে বলেছিলেন, "অপরাধ করলে এনকাউন্টার করে দেওয়া হবে।" বর্তমানে সেই সতর্কবার্তার প্রভাবও দেখা যাচ্ছে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উত্তরপ্রদেশের পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অপারেশন করেই চলেছেন।সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ৪ মাসেই পুলিশ ৪২০টি অপারেশন করেছে যার মধ্যে মিরাথে ৯৩ টি এনকাউন্টার আগ্রায় ৮৪ টি এনকাউন্টার এবং বিরাজিতে ৬০ টি এনকাউন্টার করা হয়েছে।উত্তরপ্রদেশের পুলিশ ৮৬৮ টি নামকরা অপরাধীকে এবং অনান্য ১১০৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে।আপনারা জেনে অবাক হবেন যে উটোরপ্রদেশকে একদিন গুন্ডারাজ বলা হতো সেই উত্তরপ্রদেশে ৮৬ অপরাধী নিজে থেকে কোর্টে এসে আত্মসমর্পণ করেছেন।এই বিষয়ের উপর সাংবাদিক যোগী আদিত্যনাথ এর সাথে প্রশ্নআলাপ করছিলেন।এর উপর যোগী আদিত্যনাথ যা উত্তর দেন তা শুনে দর্শকরা তালি দিয়ে যোগিজিকে সমর্থন করেন।দেখুন সেই ভিডিও-
Home ›
দেশ ›
যোগী আদিত্যনাথ ›
রাজ্য ›
Video : রিপোর্টার UP তে হওয়া এনকাউন্টার নিয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু CM যোগী দিলেন এমন জবাব যে..
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon