বর্তমানে ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা সর্বত্র।আপনাদের জানিয়েদি ইজরায়েল এর প্রধানমন্ত্রীর সাথে এক জন বিশেষ অতিথি ভারতে এসেছেন যার সম্পর্কে সম্ভবত আপনারা জানেন না। ইজরায়েল প্রধানমন্ত্রী ও উনার স্ত্রীর সাথে একটা ১১ বছরের একটা ছেলেও এসেছেন ,যার সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন। প্রশ্ন উঠেছে এই বাচ্চাটা কে? কেনই বা বেঞ্জামিন নেতায়াহু ওই বাচ্চাকে ভারত সফরে এনেছেন? আপনাদের জানিয়ে দি যে বাচ্চাটা ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে এসেছেন তার মা বাবা ২০০৮ এর মুম্বাই জঙ্গি হামলায় মারা যায়। ছেলেটির নাম ল্যাটিন মোশি যে ৯ বছর পর মুম্বাইয়ের নারিমান হাউসে যাবে যেখানে তাঁর মা বাবা মারা গেছিলো।আপনাদের জানিয়ে রাখি যখন মুম্বাই হামলা হয়েছিল তখন এই বাচ্চাটা মাত্র ২ বছরে ছিল যে বর্তমানে ১১ বছরের।এই হামলা লস্কর ই তালিবান নামক জঙ্গি সংঘটন করেছিল।এই হামলা মুম্বাইয়ের আলাদা আলাদা জায়গায় করা হয়েছিল,যার মধ্যে মুম্বাইয়ের তাজ হোটেল এবং ছত্রপতি শিবাজী রেলস্টেশন ও ছিল।এই জঙ্গি হামলায় প্রায় ১৬৬ জন মানুষের মৃত্যু হয়েছিল ।সেই সময় এই বাচ্চাটার জীবন এক ভারতীয় বাঁচিয়ে ছিল।মোশে ভারত আসার জন্য অনেকদিন থেকেই উৎসাহিত ছিল।মোশের পরিবারে লোকজন জানান,মোশে ভারত আসার জন্য খুবই উৎসাহিত এবং ভাবুক ছিল।১৫ তারিক সে মুম্বাইয়ের জন্য রওনা হবে।সে তাঁর জন্মস্থান ভারতে এসে সবকিছু দেখতে চাই।প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী আগের বছর ইজরায়েল গিয়ে জানান, মোশিকে ও তার পরিবারকে দীর্ঘদিনের ভিসা দেওয়া হবে যাতে সে ভারতে ঘুরতে পারে।তারপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী মোশেকে তার জন্মস্থান ভারতে নিয়ে আসার কথা বলেছিলেন।
Source
Source
EmoticonEmoticon