প্রকাশিত হল বিশ্বের জনপ্রিয় নেতা লিস্ট ,নরেন্দ্র মোদী কত নাম্বারে ?..

- January 12, 2018
বিশ্বের  প্রথম সারির ৫০ টি দেশের উপর জনগণ এর উপর করা হয়েছিল এক সমীক্ষা।যেখানে প্রকাশিত হয়েছে  বিশ্বের সবথেকে জনপ্ৰিয় নেতাদের নাম। বিশ্বের সেই জনপ্রিয় রাষ্ট্রনায়ক তালিকায় ট্রাম্প, পুতিনকে বহু পিছনে ফেলে ৩ নম্বর স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি।ভাবলে অবাক হবে নরেন্দ্র মোদির আসেপাশেই নেই  দুই শক্তিশালী দেশের রাষ্ট্রনায়ক।তালিকায় ১০ নাম্বারে স্থান পেয়েছেন  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবার প্রথমে রয়েছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের নতুন রাষ্ট্রপতি এমানুযেল ম্যাক্রো।এরপরেই তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।চার নাম্বার স্থানে টেরেসা মে এবং চীনের রাষ্ট্রপতি সি জিনপিং ।ষষ্ঠ স্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।আপনাদের জানিয়ে রাখি ভিয়েতনাম ,আফগানিস্থান ও  ফিজি দেশের মানুষ সবচেয়ে প্রশংসা করেছেন নরেন্দ্র মোদির।এই তালিকা প্রকাশ পাওয়ার পর খুশির মহল মোদীভক্ত এবং বিজেপি সমর্থকদের মধ্যে।
24 ghanta


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search