সরকারি লোগো নিয়ে মমতার বিরুদ্ধে এক গোপন তথ্য ফাস করলেন মুকুল রায় ..

- January 06, 2018
গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বানার্জী সরকারি লোগো প্রকাশ করেছেন। এক নতুন লোগো শুরু হয়েছে বাংলায়, যা সরকারি সব জায়গায় এবার থেকে ব্যবহার করা শুরু হবে।আগে যেটা বিশ্ব বাংলার লোগোর চিহ্ন ছিল। সেটাতেই বিশ্ববাংলা সরিয়ে পশ্চিমবঙ্গ সরকার লিখে নতুন লোগো তৈরি করা হয়েছে। বিশ্ববাংলার লোগোর সরকারি স্বীকৃতি ছিল না। 



আর সেজন্যই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো পেশ করা হল। সরকারি আধিকারিকদের দিয়ে জোর করে মিথ্যা কথা বলানো হয়েছে। এই নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। মুকুল রায় বলেছেন, চার-পাঁচ বছর ধরে বিশ্ববাংলার লোগো ব্যবহার করে সমস্ত সরকারি জায়গায় কাজে লাগানো হয়েছে।কেন তা ব্যবহার করা হল, কারা তার প্রকৃত মালিক, কাকা উপকৃত হল তা জানা প্রয়োজন। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপি নেতা মুকুল রায় তিনি বলেন সেই লোগো সরকারের নয়, কোনও ব্যক্তির ছিল। গোটা বিষয়টিতেই রহস্যের তাই তদন্তের দাবি জানিয়েছেন মুকুল রায়।  তাঁর ইঙ্গিত মমতা বানার্জী  ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search