কাঁপছে রাজ্য জেলায় জেলায় শীতের আমেজ কথায় কত ডিগ্রি দেখুন এক ক্লিকে..

- January 04, 2018
জানুয়ারির প্রথম সপ্তাহে এসে কাপছে কলকাতা, বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায়, কখনও ঘূর্ণাবর্তের কারণে শহরে শীত পড়ছিল না জমিয়ে। বর্তমানে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে বীরভূমের শ্রীনিকেতনে,এখানে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে গিয়েছে।

 আগামী সাত দিন প্রায় একই তাপমাত্রা শ্রীনিকেতনে এমন থাকবে বলে হাওয়া দপ্তর জানিয়েছে,সকালে রাস্তায় দৃশ্যমানতা অনেক কমে গিয়েছে জেলা সড়কগুলিতে। রাস্তায় মানুষ বেরিয়েছেন কম।কৃষ্ণনগরে ১০ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৭ ডিগ্রি সেলসিয়াস,বাঁকুড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস,বর্ধমানে ৮ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ৯ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৮-৯ ডিগ্রি সেলসিয়াস,বহরমপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে,দার্জিলিংয়ে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমবঙ্গের শিল্পশহর গুলিও ছাড় পাইনি এই অতিরিক্ত শীত থেকে।দূর্গাপুর এলাকায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি।রানীগঞ্জ ও আসানসোলে সর্বনিন্ম ছিল ৭ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
24 ghanta


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search