সামনে পঞ্চায়েত ভোট আর সেইমতো নিজে চাপে পড়ার সাথে সাথে নিজের দলকেও চাপে ফেললেন অনুব্রত মন্ডল।আসলে বোলপুরে পুরোহিতদের নিয়ে ব্রাহ্মণ সম্মেলনের আয়োজন করেছিলেন অনুব্রত মন্ডল।বর্ধমান,বোলপুর সহ নানা জায়গা থেকে প্রায় ৪০০০ পুরোহিত এসেছিলেন এই সম্মেলনে।কিন্তু সম্মেলন সভার শেষে ক্ষোপ উগরে দিলেন ব্রাহ্মণরা।আসলো বিভিন্ন জায়গা থেকে আগত ব্রাহ্মণরা ভেবেছিলেন যে মসজিদের মতো তাদেরও হয়তো কিছু মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করা হবে।কিন্তু সম্মেলন শেষে কিছু না পাওয়াই তারা বলেন,'সরকারের নজর আমাদের দিকে আসছেই না তাই আমরা ১৫ দিন অপেক্ষা করার পর আন্দোলনে নামবো।কপালে কিছু না জোটাই বোলপুরে মাঠে বসেই স্বর্ণেন্দু ভট্টচার্জ এবং গোপাল ভট্টচার্জের নেতৃত্বে পুরোহিত সংগঠন নামে একটি নতুন সংঘটন তৈরী করে ফেলেন।
এক পুরোহিতের দাবি, পুরোহিতদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল।উনার আরও দাবি তৃণমূল ভাতা দেওয়ার নামে সম্মেলন ডেকেছেন এবং পুরোহিতদের সাথে প্রতারণা করেছেন।পুরোহিতরা সম্মেলনে কি পেলেন এই নিয়ে প্রশ্ন করা হলে পুরোহিতরা জবাব দেন সারদা ও বিবেকানন্দের ছবি, গীতা, স্বামী বিবেকানন্দের অমৃতবানী, নামাবলী ও রামকৃষ্ণের ছবি।
24 ghanta
24 ghanta
EmoticonEmoticon