পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের মুকুটে নয়া পালক, করলেন এক বিশ্ব রেকর্ড দেখুন...

- January 16, 2018

ভারতের গর্ভ সোমবার পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ওজস ডেল সালাডো জয় করেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। চিলি ও আর্জেন্টিনার সীমান্তে আন্দিজ পর্বতমালায় অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি। উচ্চতা ৬,৮৯৩ মিটার। তার এই সাহসিকতার জন্য তাকে সারা দেশ থেকে জয় জয় কার আসছে ,সত্যরূপের আগে ওজোস ডেল সালাডোয় পা রেখেছিলেন পর্বতারোহী মাল্লি মাস্তান বাবু। ডেল সালাডোয় ওঠার সময় অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মুখে পড়তে হয় সত্যরূপকে। শিখর ছোঁয়ার শেষ পর্যায় অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে পেরোতে হয়েছে সত্যরূপকে।পাহাড়ের বাঁকে বাঁকে চ্যালেঞ্জ। দুর্গম প্রকৃতিকে জয় করার চ্যালেঞ্জ। উঁচু থেকে আরও উঁচু। আরও দুর্গমে পা রাখা। সেই প্যাশন বুকে আগলে রেখেছেন সত্যরূপ সিদ্ধান্ত।ইতিমধ্যেই ৭ মহাদেশের ৭ সর্বোচ্চ শৃঙ্গে পা রেখে ফেলেছেন। মাউন্ট কসকিয়স্কো, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এভারেস্ট, কারস্টেন্টজ, মাউন্ট এলব্রুজ, মঁ ব্লাঁ, মাউন্ট ডেনালি, মাউন্ট অ্যাকনকাগুয়া, ভিনসন ম্যাসিফের চূড়ায় পা রেখেছেন সত্যরূপ। 


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search