কিছু মাস আগে রাহুল গান্ধী হিন্দু ভোটের লোভে মসজিদ ছেড়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেরিয়েছিলেন সেই জন্য অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল উনাকে।এবার অনুব্রত মন্ডলের ব্রহ্মন সম্মেলন এবং মমতা ব্যানার্জীর গঙ্গা সাগর দ্বীপ যাওয়ার জন্য সমালোচিত হলো তৃণমূল কংগ্রেস।
আসলে,তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা অনুব্রত মন্ডল বীরভূম জেলার বোলপুর শহরে একটি বড় ব্রাহ্মণ সম্মেলন এর আয়োজন করেন।এই ব্রাহ্মণ সন্মেলন আয়োজন করার পর থেকে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়।বেশিরভাগ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক ছল।যার মাধ্যমে তারা হিন্দু ভোটকে নিজেদের দিকে টানতে চাইছে।আসলে কিছুদিন যাবৎ তৃণমূলকে এক বিশেষ সম্প্রদায়কে তোষণ দল বলে নিন্দা করছিল বিজেপি ও অন্যানরা।এবার সেই নিন্দা থেকে বাঁচতে এবং হিন্দুভোট টানতে অনুব্রত মন্ডল ব্রাহ্মণ সম্মেলন এর আয়োজন করেছেন বলে দাবি বিজেপি সমর্থকদের।অনুব্রত মন্ডল সাংবাদিকদের জানান,'বিজেপি হিন্দু ধর্মকে ভুল ভাবে প্রচার করছে,আজ আমরা হিন্দু ধর্মের প্রকৃত অর্থ নিয়ে আলোচনা করবো।'যদিও এনিয়ে তীব্র ভাবে কটাক্ষ করেছেন বিজেপি সর্মথকরা।এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গঙ্গা সাগর যাওয়াকেও কটাক্ষ করেছে বিজেপি সমর্থকরা।বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন-
'সেকুলার নামক নেতারা এবার বুঝতে পেরেছেন যে হিন্দুরা বিজেপির সংস্পর্শে এসে একত্রিত হচ্ছে।বেশিদিন মুসলিম তোষণ করে তারা ভোটে জিততে পারবেন না।'
EmoticonEmoticon