রেকর্ড করলো এই বিজেপি রাজ্য একদিনে প্রায় 28000 চাকরি দিয়ে !

- January 13, 2018
ভারতবর্ষে বেকার সমস্যা একটা অনেক বড় চ্যালেঞ্জ সরকারের কাছে।অবশ্য বর্তমানে পশ্চিমবঙ্গ সহ বিশেষ কিছু রাজ্য ছাড়া অন্য রাজ্যে বেকার সমস্যা অনেকটাই মিটছে।এই বেকারদের কাজ দিয়ে এক যুগান্তকারী রেকর্ড গড়ল ঝাড়খণ্ডের বিজেপি সরকার।স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের মাধ্যমে ঝাড়খণ্ডের ২৭,৮৪২ জন বেকার যুবকদের হাতে জবের নিয়োগ পত্র তুলে দিয়ে রেকর্ড গড়লেন।ঝাড়খণ্ডের সরকার থেকে জানানো হয়,আমরা দেশের প্রথম রাজ্য যারা এই কাজ করতে পেরেছে।
 আরোও পড়ুন- অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিভেদ নিয়ে রাখলেন বড় মন্তব্য ! বললেন..

রাজ্যের পিছিয়ে পড়া কিছু জেলার তরুণ তরুণীদের সাহায্য করার জন্য অনেকদিন থেকেই চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস।বিবেকানন্দের জন্মদিনে সেই স্বপ্ন পূরণ করলেন তিনি।জাতীয় যুব দিবসের দিনে প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়ার আওতায় ১ দিনে প্রায় ২৮,০০০ কাজ দিয়ে খুশি রাজ্যের বিজেপি নেতৃত্ব।রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুরাম দাস বলেন,"আমরা আশা করছি পরের বছর আমরা ১ লক্ষ কাজ দিয়ে বিশ্বরেকর্ড করবো।"মুখ্যমন্ত্রী আরো বলেন, যুবকদের আগে অন্য শহরে বা অন্য রাজ্যে কাজের জন্য যেতে হতো সেই সমস্যা দূর করার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search