VIDEO: পাকিস্তান বলেছিল কুলভূষণের স্ত্রীর জুতোতে নাকি চিপ লাগানো ছিল!এরপর সুষমাজি যা বললেন ..

- December 28, 2017
জঙ্গির দেশ পাকিস্তান সোমবার কুলভূষণের সাথে তার মা ও স্ত্রীর দেখা করায়।কিন্তু দুঃখের বিষয় পাকিস্তান তাদের চিরাচরিত নিচ মানসিকতা পরিচয় দিয়ে সাক্ষাতকালে কুলভূষণ ও তার পরিবারের মধ্যে একটি কাঁচের দেয়াল রেখেছিল।শুধু তাই নয় ২২ মাস পর দেখা করতে পাওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খারাপ ব্যবহারও করে পাকিস্তান।পাকিস্তান কুলভূষনের মা এবং স্ত্রীর চুড়ি, মঙ্গলসূত্র, খুলিয়ে তারপর দেখা করতে দেয়।জঙ্গির দেশ অপমান করে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির ।এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করে এবং কখনো চিপ,কখনো রেকডর ছিল বলে দাবি করে।এমনকি বাড়ি ফেরবার সময় পাকিস্তানী নিচ মিডিয়া কুলভূষণের মা এবং স্ত্রীকে বাজে  ভাবে কটাক্ষ করে।

যদিও এরপরেও কিছু বলিউড অভিনেতা এবং অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন মানুষ বলবে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত এবং ভারত নাকি অসহিষ্ণু। যদিও তারা এখণ শীত ঘুমে আছে।  সুষমা স্বরাজ এই পুরো বিষয়টি সাংসদে তুলে ধরেন।দেখুন সেই ভিডিও-




EmoticonEmoticon

 

Start typing and press Enter to search