পেট্রোপণ্যের জিএসটি-র অন্তর্ভুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব বিরোধীরা। তাদের দাবি, পেট্রোল-ডিজেলের উপরে জিএসটি লাগু হলে জ্বালানির দাম কমবে। মঙ্গলবার বিষয়টি সংসদে উত্থাপন করেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি এদিন বলেন, ‘এখন দেশের ১৯টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে পেট্রোপণ্যে জিএসটি লাগু করতে বাধা কোথায়? এনিয়ে জিএসটি কাউন্সিল কি কোনও ব্যবস্থা নেবে?’
রাজ্যসভায় চিদম্বরমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার পক্ষে। এনিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করতে হবে। আশা করি বিরোধীরা সরকারের সঙ্গে সহমত হবে। সরকার বিরোধী দলের নেতাদের সঙ্গেও এনিয়ে কথা বলবে। ইউপিএ সরকারের আমলে জিএসটি বিলের যে খসড়া তৈরি হয়েছিল তার মধ্যে পট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হয়নি।আসলে GST প্রথম বিল তৈরী হয়েছিল কংগ্রেসের আমলে আর এখুন কংগ্রেস বলে GST বেকার,কংগ্রেস এর আমলে GST বিল এ কথাও পেট্রোপণ্য এর নাম ছিল না আর এখুন কংগ্রেস চাইছে পেট্রোপণ্য GST চালু হয় যাতে এখুন এর জবাবে অর্থমন্ত্রী অরুণ জেটলি করা জবাব দিলেন সাথে সাথে কংগ্রেসকেও Exposed করলেন দেখুন সেই ভিডিওটি।
EmoticonEmoticon