উত্তরপ্রদেশে যোগী সরকার আসার পর থেকে যেভাবে উন্নতি হচ্ছে তা সবার জানা।একদিকে পশ্চিমবঙ্গ ঋণের চাপে পড়ে বার বার কেন্দ্রকে ঋণ মুকুব করার আর্জি জানাচ্ছে অন্যদিকে যোগী সরকার কেন্দ্রকেই অনুদান দিচ্ছে কোটি কোটি টাকা।আসলে উত্তরপ্রদেশে যোগী সরকার আসার পর থেকে একের পর এক উন্নয়নমূলক কর্মসূচী শুরু করেছে।সম্প্রতি বৃন্দাবনকে সরকারিভাবে পবিত্র পুন্যস্থান ঘোষণা করেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং সরকার এটাও ঠিক করেছে যে মুথুরার পুলিশের উর্দিতে দেওয়া হবে ভগবান কৃষ্ণের ছবি আঁকা ব্যাচ।যেখানে লেখা থাকবে পর্যটন পুলিশ,যাতে মথুরার সাথে বাইরে থেকে আগত মানুষদের সম্পর্ক আরো নিবিড় হয়।মথুরার সুপারেন্টেন্ড অফ পুলিশ এর তরফে জানানো হয়েছে পুলিশকে আরও পর্যটকবান্ধব করার জন্যই এই লোগো ব্যবহারের কথা ভাবা হচ্ছে।যদিও যোগী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেছে বিরোধীরা। কংগ্রেসের জাতীয় মুখপাত্র বিবেক বনসাল এই ব্যাপারে সমলোচনা করে বলেছেন, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এ কখনোই এইভাবে কোনো ধর্মের প্রচার করা উচিত নয়।বিরোধীদের আরো দাবি এই লোগো ব্যবহারের জন্য পুলিশএর ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তিতে আঘাত লাগবে।অনেকে বিরোধীতা করে এটাও বলেছেন যে, বৃন্দাবন পর্যটন কেন্দ্র শুধু হিন্দুদের জন্য নয়,বিভিন্ন ধর্মবিশ্বাস লোকেরা এখানে আসেন,এতে ধর্মনিরপেক্ষতাই আঘাত লাগবে।যদিও এতে দোষের কিছু দেখছে না সাধারণ মানুষ এবং বিজেপি সরকার।বিজেপির এক শীর্ষ নেতা পরিষ্কার বলেছেন, সবাই জানে বৃন্দাবন,মথুরা কৃষ্ণের জন্মস্থানের জন্য বিখ্যাত,তাই দেবতার ছবি আঁকা লোগোতে আপত্তির কিছু থাকা উচিত নয়।
Home › Unlabelled › মথুরাকে পবিত্রস্থান বানাতে যোগীজি নিলেন এমন এক সিদ্ধান্ত জানলে প্রতিটি হিন্দু গর্ব বোধ করবেন..
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon