সকাল থেকে শুরু হয়েছিল ভোট গণনা সেই মতো কড়া টক্কর শুরু হয়েছিল বিজেপি ও কংগ্রেস এর মধ্যে।লড়াই শুরুর প্রথমদিকে কংগ্রেস কিছুক্ষনের জন্য এগোলেও বেশিক্ষন আটকাতে পারেনি মোদীঝড়কে।রাহুল গান্ধী যেভাবে হিন্দুত্ববাদী দেখিয়ে গুজরাটে প্রচার শুরু করেছিলেন সেটার ফল সম্ভবত তিনি পেলেন না বলে মনে করছেন রাজনৈতিক মহল।ভোট চলাকালীন রাজনাথ সিং পরিষ্কার বলেছিলেন জিতবেন তাঁরাই,গুজরাটে এবং হিমাচলপ্রদেশ এ দখল আসবে বিজেপির।সেই কথা মতো হিমাচল প্রদেশে ও গুজরাটে জিতে নিজেদের বিজয় পতাকা উড়াল গেরুয়া শিবির।গুজরাটে ১৮২ টি আসনের মধ্যে কংগ্রেস ৬৯, বিজেপি ১০৮ টি আসন এবং অন্যানরা পেয়েছে ৫ টি আসন।
হিমাচল প্রদেশে ৬৮ আসনের মধ্যে কংগ্রেস ২২ টি আসন,বিজেপি ৪৩ টি আসন,অন্যানরা ৩ টি আসন পেয়েছে।অর্থাৎ বুঝতেই পারছেন বিজেপি হিমাচলপ্রদেশ এবং গুজরাটে দুই জায়গাতেই সরকার গঠন করতে চলেছে বিজেপি।GST,নোটবন্দি এর মতো দেশে বড় বড় পদক্ষেপ নেওয়ার পর কংগ্রেস আশা করেছিল বিজেপির উপর এর খারাপ প্রভাব পড়বে কিন্তু পুরোটাই উল্টে চাপে পড়ল কংগ্রেস এবং অন্য দলগুলি।হিমাচল প্রদেশ ও গুজরাটে বিজেপির এই জিত পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেক।
হিমাচল প্রদেশে ৬৮ আসনের মধ্যে কংগ্রেস ২২ টি আসন,বিজেপি ৪৩ টি আসন,অন্যানরা ৩ টি আসন পেয়েছে।অর্থাৎ বুঝতেই পারছেন বিজেপি হিমাচলপ্রদেশ এবং গুজরাটে দুই জায়গাতেই সরকার গঠন করতে চলেছে বিজেপি।GST,নোটবন্দি এর মতো দেশে বড় বড় পদক্ষেপ নেওয়ার পর কংগ্রেস আশা করেছিল বিজেপির উপর এর খারাপ প্রভাব পড়বে কিন্তু পুরোটাই উল্টে চাপে পড়ল কংগ্রেস এবং অন্য দলগুলি।হিমাচল প্রদেশ ও গুজরাটে বিজেপির এই জিত পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেক।
EmoticonEmoticon