প্রয়োজন ফুরোলেই ছুড়ে ফেলে দেন মমতা মুকুল বাণে বিদ্ধ হলেন নেত্রী

- December 29, 2017
বিজেপিতে আসার পর থেকেই মুকুল রায় খবরের শিরোনামে,তিনি রোজ কিছু না কিছু বাপরে
বর্তমান সরকারকে কাটঘড়াতে দার করছেন,এতদিন বিরোধীরা যে অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ এখন শোনা যাচ্ছে মমতার ডানহাত বলে পরিচিত সদ্য দলত্যাগী মুকুল রায়ের কণ্ঠেও।এদিন তিনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন।' তিনি ফের এক চাঞ্চলকর বক্তব্য রাখেন,তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজের জন্য সবাইকে সাথে রাখেন আর কাজ মিটে গেলে তাকে ছুড়ে ফেলে দেন,তেমনি তিনি ভারতী ঘোষ এর সাথে করেন বলে দাবি মুকুল রায় এর,গত সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে বদলি করা হয় ভারতী ঘোষকে। অনেক পুলিশ অফিসারের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে।আর ব্যবহার করা হয়ে গেলে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করেন না। মনে করলেই ছুঁড়ে ফেলে দেন। মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।'


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search