কাশ্মীর ইস্যুতে এবার মুখোমুখি শিব সেনা এবং পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।সম্প্রতি কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে আবদুল্লা বলেছিল, পাকঅধিকৃত কাশ্মীর তো দূর, শ্রীনগরের লালচকে ভারতীয় পতাকা উড়াবার ক্ষমতা নেই পাকিস্তানের। কিন্তু এবার লালাচকে ভারতীয় তেরঙা উড়িয়ে উল্টে আবদুল্লাকে চ্যালেঞ্জ এর মুখে ফেলে তাকে যোগ্য জবাব দিলো শিব সেনা।
বুধবার দিন শ্রীনগরের এক ব্যাস্ততম এলাকায় শিবসেনার সদস্যরা একত্র হন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন শিব সেনার জম্মু কাশ্মীর এলাকার সদস্যরা। শিবসেনার জম্মুকাশ্মীর রাজ্য সম্পাদক বলেন, 'আজ এখানে পতাকা তুলছি,সেইদিন দেরি নেই যখন আমরা পাক অধিকৃত কাশ্মীরে পতাকা তুলবো। স্পষ্টতই,ফারুক অবদুল্লাকে জবাব দিতেই এই কর্মসূচি করেছে শিবসেনা ।
এক কনফারেন্স এ বলেন, 'সরকার ও বিজেপি পাক অধিকৃত কাশ্মীরে তেরঙা উড়াবার কথা বলে কিন্তু আমি বলছি ওদের পিওকে তো দূর শ্রীনগরে পতাকা উড়াবার ক্ষমতা নেই।অথচ তারা পিওকে নিয়ে মন্তব্য করছে।' এই বিস্ফোরক মন্তব্য করার পর থেকেই বাঁধে বিতর্ক। ফারুক অবদুল্লা এর আগেও মন্তব্য করেছিলেন যে,পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ ,যতই লড়াই হোক,সেটা পাকিস্তানেরই থাকবে। এখানেই থামেননি ফারুক অবদুল্লা, তিনি আরো বলেন যে,চিনকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো শক্তি নেই ভারতের।এই ধরণের মন্তব্য করার পর থেকেই মাঠে নেমে পড়ে শিবসেনা।ভারতের নামে অযৌক্তিক মন্তব্যের জবাব দিতেই লালচকে ভারতীয় পতাকা উড়ায় শিবসেনা।
বুধবার দিন শ্রীনগরের এক ব্যাস্ততম এলাকায় শিবসেনার সদস্যরা একত্র হন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন শিব সেনার জম্মু কাশ্মীর এলাকার সদস্যরা। শিবসেনার জম্মুকাশ্মীর রাজ্য সম্পাদক বলেন, 'আজ এখানে পতাকা তুলছি,সেইদিন দেরি নেই যখন আমরা পাক অধিকৃত কাশ্মীরে পতাকা তুলবো। স্পষ্টতই,ফারুক অবদুল্লাকে জবাব দিতেই এই কর্মসূচি করেছে শিবসেনা ।
এক কনফারেন্স এ বলেন, 'সরকার ও বিজেপি পাক অধিকৃত কাশ্মীরে তেরঙা উড়াবার কথা বলে কিন্তু আমি বলছি ওদের পিওকে তো দূর শ্রীনগরে পতাকা উড়াবার ক্ষমতা নেই।অথচ তারা পিওকে নিয়ে মন্তব্য করছে।' এই বিস্ফোরক মন্তব্য করার পর থেকেই বাঁধে বিতর্ক। ফারুক অবদুল্লা এর আগেও মন্তব্য করেছিলেন যে,পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ ,যতই লড়াই হোক,সেটা পাকিস্তানেরই থাকবে। এখানেই থামেননি ফারুক অবদুল্লা, তিনি আরো বলেন যে,চিনকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো শক্তি নেই ভারতের।এই ধরণের মন্তব্য করার পর থেকেই মাঠে নেমে পড়ে শিবসেনা।ভারতের নামে অযৌক্তিক মন্তব্যের জবাব দিতেই লালচকে ভারতীয় পতাকা উড়ায় শিবসেনা।
EmoticonEmoticon