২০০০ টাকা পর্যন্ত অনলাইন লেনদেনে রেট মকুব ঘোসনা কেন্দ্র সরকারের

- December 16, 2017
সুখবর এখুন  ২০০০ টাকা পর্যন্ত অনলাইন লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট মকুব করল কেন্দ্র সরকার। এর ফলে  ডেবিট কার্ড, ভিম অ্যাপ (BHIM) ও আধার ভিত্তিক অনলাইন লেনদেনের ক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত এমডিআর এখন বহন করবে ভারত সরকার নিজেই। মোদী সরকার ডিজিটাল ইন্ডিয়াকে আরো উন্নতি করানোর জন্য এমন এক আইন তৈরী করলেন,যা সাধারণ মানুসের সাথে সাথে ব্যবসায়ীদের সাহায্য করবে বললেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।    আরো পড়ুন ~ এবার বাংলা পাখির চোখ, বিজেপিতে এর নয়া কৌশল মুকুল-দিলীপের কি বলছে তারা..

অনলাইনে মার্চেন্ট পয়েন্ট অফ সেলের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের একটি নির্দিষ্টি অঙ্কের টাকা ব্যাঙ্ককে দিতে হয়। এটাই হল এমডিআর বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট। অভিযোগ, এই চার্জ এড়ানোর জন্য অনেকসময়ই কার্ডের ব্যবস্থা থাকলেও ক্রেতাকে নগদে টাকা দিতে বাধ্য করে থাকেন ব্যবসায়ীরা।শুক্রবার রবিশঙ্কর প্রসাদ আরও জানিয়েছেন, আগামী বছরের প্রথম দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে এই ব্যবস্থা। আগামী ২ বছর সরকার মার্চেন্ট ডিসকাউন্ট রেটের এই দায়ভার বহন করবে। সরকারের তরফে ব্যাঙ্কের ঘরে পৌঁছে যাবে নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক। এরফলে সরকারের কোষাগার থেকে ২,৫১২ কোটি টাকা খরচ হবে।




EmoticonEmoticon

 

Start typing and press Enter to search