মোদী- যোগী যুগলবন্ধী আজ এক ইতিহাস গড়বে দেশে এই প্রথম চালক বিহীন মেট্রোর উদ্বোধন করবে, আজ এই দিনে আরো এক চমক দেবেন প্রধানমন্ত্রী মোদী তিনি আজ যা করবেন তা দেশে এই প্রথম ডিজিটাল যুগে ডিজিটালি ভাবে ভাবেই এই কদম যা সাধারণ মানুসের জন্য,এবং নয়ডার মধ্যে যোগাযোগ পরিষেবার উন্নতি এবং উন্নত পরিকাঠামো গড়ে নগরায়নের পথকে অগ্রসর করতেই মেট্রোর ম্যাগনেট লাইনের কাজকে ত্বরান্বিত করতে চাইছেন নরেন্দ্র মোদী।
সেহেতু চলতি বছরের শেষে বড়দিনেই তার সূচনা করতে চলেছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন নিয়ে কড়া নিরাপত্তা গোটা দিল্লি সহ নয়ডায়।মেট্রো ম্যাগনেট লাইনের উদ্বোধন নিয়ে নরেন্দ্র মোদী টুইটে জানিয়েছেন,"শহরাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে আমরা কতটা আধুনিক হতে পেরেছি, এটা তারই একটি উদাহরণ। আমি মেট্রো সফরও করব (উদ্বোধনের পর)। এর আগে এই বছরেই কোচি এবং হায়দরাবাদের মেট্রো উদ্বোধনের সৌভাগ্য আমার হয়েছে।"
EmoticonEmoticon