শিশু ধর্ষণে কড়া আইন আনতে চলেছে বিজেপি সরকার,জানলে আপনিও প্রশংসা করবেন।

- December 15, 2017
অনেক হয়েছে ছাড়। এবার আর ছাড় নেই। নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের এবার হতে পারে ফাঁসি। এ বিষয়ে বিল আনার পরিকল্পনা করছে রাজস্থান সরকার। মধ্যপ্রদেশ সরকার এ বিষয়ে ইতি মধ্যেই একটি বিল এনেছেন। এ কথা জানালেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চন্দ কাটারিয়া।মধ্যপ্রদেশ সরকারের পথ ধরেই হাঁটতে চলেছেন রাজস্থান সরকার। শুধুমাত্র তাই নয়, ওই বিলের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।   আরো পড়ুন ~ বিজেপি সরকার আনলো এমন এক আইন যেজন্য মৌলবাদীরা রেগে লাল !

এই মাসেরই 8 ডিসেম্বর এই বিষয়ে বিল আনে মধ্যপ্রদেশ সরকার। ইতিমধ্যেই জানা গিয়েছে, ওই বিলে ১২ বছর বা তার কম বয়সী শিশুদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসি বা আজীবন কারাদণ্ডের প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শিশুদের উপর গণধর্ষণের সাজাও মধ্যপ্রদেশে খুব কড়া। শিশুদের উপর গণধর্ষণের মতো এমন নৃশংস ঘটায় অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসি কিংবা যাবজ্জীবনের পাশাপাশি কমপক্ষে ২০ বছরের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই বিলটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search