ভারতীয় সেনাবাহিনীর ভয়ে এখন ভীত জঙ্গিরা।সেনা অফিসাররা জানিয়েছেন যে, জঙ্গিরা এখন পাহাড়ি রাস্তার বদলে জনপথই ব্যবহার করছে।পাখরপোরাতে একটি ধর্মস্থানে বহু মানুষ যাতায়াত করেন। সেই ভীড়েরই সুযোগ নিচ্ছে জঙ্গিরা। ওই এলাকার রাস্তায় ব্যারিকেড বসানোর প্রস্তাব দিয়েছিল সেনা। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি রাজ্য সরকার।জঙ্গিদের খোঁজে উত্তর কাশ্মীরেও ব্যাপক তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। কাশ্মীরে 'তোরা বোরা' নামে পরিচিত বাদগামের পাখরপোরাতেও বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে চার জইশ জঙ্গি। গোয়েন্দাদের মতে, এই এলাকার গভীর জঙ্গল অনেকটা তোরা বোরার গুহার মতোই। আল কায়দা নেতা ওসামা বিন লাদেন এই গুহার গোলকধাঁধাতেই দীর্ঘ দিন আত্নগোপন করেছিল বলে তাঁদের দাবি।এটাই বলেছেন সেনা অফিসাররা।জঙ্গিরা ক্রমশ দক্ষিণ কাশ্মীর থেকে উত্তর কাশ্মীরের দিকে পালিয়ে যাচ্ছে বলে দাবি পুলিশ ও সেনাদের।
কারণ দক্ষিণ কাশ্মীরে বাড়ছে বাহিনীর সংখ্যা। সেনা অফিসারদের মতে, স্থানীয় মানুষদের একাংশের সাহায্যে দক্ষিণ কাশ্মীরের বড়ো বড়ো বাগিচা ও নির্মীয়মান বাড়িতে গ্রীষ্মে আশ্রয় পেয়েছিল জঙ্গিরা। কিন্তু এখন দক্ষিণ কাশ্মীরে থাকা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের কাছে দক্ষিণ কাশ্মীর ছেড়ে উত্তর কাশ্মীরে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।সেনার 'কিলো ফোর্স'-এর কমান্ডিং অফিসার মেজর জেনারেল এ.কে. সিংহের মতে, লোলাব, রামহল, উত্তর কাশ্মীরের শালবাটু, হাফারুদা, দারিয়েঙ্গারদির মতো এলাকার জঙ্গলে ক্রমাগত তল্লাশি চলছে। সেনা অফিসারদের দাবি, মধ্য কাশ্মীরের বাদগামের পাখরপোরা এলাকা দিয়েই দক্ষিণ থেকে উত্তর কাশ্মীরে যাতায়াত করে জঙ্গিরা।
EmoticonEmoticon