মোদীজী হটাৎ টুইট করে যুবরাজ রাহুলকে দিলেন ছোট্ট ধামাকা !!

- December 11, 2017

রাহুল যতই মোদিকে অপমান করছে মোদী ততই রাহুল এর দীর্ঘ জীবনের জন্য মঙ্গল কামনা করছেন, আজ এর প্রমান দিলেন প্রধানমন্ত্রী নিজেই,১৯ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সনিয়াই দলের সভাপতি হিসেবে কাজ চালাচ্ছিলেন।কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সর্বসম্মতভাবে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন রাহুল গান্ধী। তাঁকে কেউ চ্যালেঞ্জ করেননি। কোনও চ্যালেঞ্জ ছাড়াই দলের সর্বোচ্চ পদে আসীন হলেন তিনি। কিন্তু, গুজরাত ভোটের আগে রাহুলের রাজনৈতিক ওজন আরও বাড়াতে চেয়েছিল কংগ্রেস।এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে টুইট করে সুবেচ্ছা যানান,তিনি টুইটে লেখেন কংগ্রেস এর নতুন যুব সভাপতিকে সাগত,তার দীর্ঘ জীবনের পার্থনা করেন এবং তার সাথে তিটি সুবেচ্ছা ও ভালবাসা দেন, দেখুন সেই টুইট,



দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে গত মাসেই ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক ডেকেছিলেন সনিয়া গাঁধী। সভাপতি পদের নির্বাচনের জন্য গত ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৪ ডিসেম্বর। কিন্তু, রাহুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। পূর্ব ঘোষণা ছিল, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সোমবার বিকেল ৪টের সময়। কিন্তু, আর কেউ প্রার্থী না হওয়ায় এ দিন সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু এটা কোনো নতুন না সবাই আগে থেকে জানত,কংগ্রেস সূত্রে জানা যায় আগামী ১৬ তারিখ সভাপতি হিসেবে দায়িত্বভার নেবেন তিনি।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search