বাংলায় নজর দিতে শুরু করল বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ, কি বলছেন তিনি জেনে নিন..

- December 21, 2017
গুজরাটের জেতার পরে এবার বাংলায় নজর দিতে শুরু করল বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ। বর্তমান এখুন ১৯ টি রাজ্যে বিজেপি সরকার তৈরী করেছে যার ফলে বিজেপি ক্ষমতা পরিমান বেড়েছে,এখুন এই জয়কে এগিয়ে নিয়ে যেতে এখুন বাংলাও যেটা বিজেপির খুব দরকার তার কাজ শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, আগামী মাসেই বাংলায় পা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য নেতৃত্বকে উদ্দেশ্য করে প্রতি জেলায় তাঁর এই বার্তা পাঠানোরও নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন,আর গ্রাম থেকেই যদি সেই ধাক্কা শুরু করা যায়, তবে তার থেকে আর ভালো কিছু হবে না বলেই মত অমিত শাহদের।


 সেই কারণে অন্যান্য দলের নেতারা যাঁরা বিজেপিতে আসতে চাইছেন, তাঁদের জন্য জায়গা খুলে দিতে হবে। তাঁর কথায়, সংগঠনে লোক না বাড়াতে তৃণমূলের সঙ্গে লড়াই করা যাবে না। অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন, বাংলাকে নিয়ে বিজেপির নির্দিষ্ট লক্ষ রয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনই তাঁদের মূল টার্গেট। তার আগে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনকে বিজেপি শীর্ষ নেতৃত্ব সেমিফাইনালের যুদ্ধ বলেই মনে করছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কমিটি গঠনের কাজ শেষ করার নির্দেশ পাঠিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, প্রতিটি বুথে ১০ জনের কমিটি তৈরি করা হবে। সেই কমিটিই নিজ নিজ বুথে পরিচালনা করবেন ভোট। তাই কমিটিতে সক্রিয় নেতা-কর্মী ও সমাজের বুদ্ধিজীবী মহলকে স্থান দিতে হবে।

cource





EmoticonEmoticon

 

Start typing and press Enter to search