পাকিস্তানের চটির অভাব পূরণ করলো কিভাবে জানলে আপনিও খুশি হবেন..

- December 29, 2017
জিহাদিদের দেশ পাকিস্তানে কুলভূষণের সাথে দেখা করতে গিয়েছিলেন তার মা এবং স্ত্রী।কিন্তু ২২ মাস পরে দেখা হওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খুব খারাপ ব্যাবহার করে পাকিস্তান।দেখা করাবার আগে নিরাপত্তার মিথ্যা দোহাই দিয়ে কুলভূষণের মা এবং স্ত্রীর চুড়ি,মঙ্গলসূত্র,কপালের টিপ এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো পর্যন্ত বাজেয়াপ্ত করে পাকিস্তান।

এর পরেই তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ভারতের কিছু দেশপ্রেমী মিডিয়া এবং সাধারণ মানুষ।ভারতীয় সংস্কারের এইরকম অপমানের প্রতিবাদ জানাতে দিল্লির বিজেপি মুখপাত্র তাজিন্দর পাল সিংহ দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে অনলাইনের মাধমে চটি পাঠান। তিনি বলেছেন, 'পাকিস্তান আমাদের চটি চাই,আমি তাই অর্ডার দিয়ে পাকিস্তান হাই কমিশনে পাঠিয়েছি।আসুন আমরা ওদের চটি দি।'জানা গেছে উনার পর আরো ১০০ জন পাকিস্তান হাই কমিশনের উদ্দেশে চটি পাঠিয়েছে।পাকিস্তানকে আরো চটি পাঠানোর জন্য প্রচারও করছে অনেকে।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search