ভারতের চাপে পড়ে কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুলতে হলো পাকিস্তানকে।

- December 27, 2017
কেন্দ্রর অনেক প্রচেষ্টার পর কুলভূষণ যাদবের সাথে দেখা করার সুযোগ পেয়েছিল কুলভূষণের মা এবং স্ত্রী।জানা গেছে এই সাক্ষাত ছিল প্রায় ৪০ মিনিটের এবং সাক্ষাতে নিজের মাতৃভাষা ব্যবহার করাও নিষিদ্ধ ছিল।সাক্ষাতের বেশিরভাগ সময়টাই কেটেছিল চোখের জলে।কুলভূষণ এর সাথে তার মা ও স্ত্রী দেখা করার আগে তাদের পরনের সমস্ত গয়না খুলে নেওয়া হয়েছিল।সাক্ষাত সময়কালে কুলভূষণ এবং তার পরিবারের মাঝে ছিল কাঁচের দেয়াল। এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো পর্যন্ত নিরাপত্তার দোহাই দিয়ে বাজেয়াপ্ত করেছিল পাকিস্তান।
কিন্তু আশ্চর্যের বিষয় ছিল জুতো ছাড়া সমস্ত কিছুই ফেরত পেয়েছিল কুলভূষণ যাদবের স্ত্রী চেতনা।এই খবর পাওয়া মাত্র শোরগোল শুরু হয়ে যায় ভারত জুড়ে।
অনেকে বলে পাকিস্তান জুতো নিয়েছে কারণ জুতোকে ব্যবহার করে কুলভূষণকে দোষী প্রমান করার জন্য।
যদিও সোশ্যাল মিডিয়ায় চাপে পড়ে পাকিস্তানের মুখ্যপাত্র মোহম্মদ ফয়জল জানান,জুতোতে একটা কিছু ছিল।তদন্ত করে দেখা হচ্ছে।এবং কুলভূষণের স্ত্রীকে নতুন জুতো দেওয়া হয়েছে।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search