গুজরাট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল খুবই সক্রিয় হয়ে পড়েছে।একদিকে কংগ্রেস এর হয়ে রাহুল গান্ধী তো অন্যদিকে বিজেপির হয়ে প্রধানমন্ত্রী নিজে মাঠে নেমে পড়েছেন।নির্বাচনের মাত্র ৫ দিন আগে এক হিন্দি নিউস চ্যানেল গুজরাট নির্বাচনের এক ওপিনিয়ন পোল বের করেছিল যেখানে খোলাখুলি মানুষের মতামত নেওয়া হতো নির্বাচন নিয়ে।এই ওপিনিয়ন পোল এর ফলাফল বেরোলে দক্ষ যায়,প্রত্যেকবারের মতো এবারেও বিজেপি জয়ী হয়।এই সার্ভের ফলাফল অনুযায়ী, ১৮২ সদস্যের গুজরাট বিধানসভার মধ্যে বিজেপি ৯১ থেকে ৯৯ টি আসন আসন পেতে পারে,যেখানে কংগ্রেস পেতে পারে ৭৮ থেকে ৮৬ টি আসন।বাকি অন্যানরা পেতে পারে ৩ থেকে ৭ টি আসন।গড়ে বলতে হলে বিজেপি পেতে পারে ৯৫ টি আসন,কংগ্রেস ৮২ এবং অন্যানরা পেতে পারে ৫ টি আসন।
Home ›
West Bengal News ›
অন্যান্য ›
জনপ্রিয় ›
টাটকা খবর ›
নতুন খবর ›
রাজনৈতিক ›
Big Breaking : গুজরাটের ফাইনাল অপিনিয়ন পোল এর ফলাফল এমন এলো যে, উড়ে গেল সকলের হুঁশ !
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon