আপনার মোবাইল ফোন কোম্পানি ও ব্যাঙ্ক আপনাকে প্রায় আপনাকে ম্যাসেজ করে থাকে ফোন নাম্বার বা ব্যাঙ্কএর সাথে আধার লিংক করানোর জন্য তাহলে সেটা আপনার জন্য ভালো।কারণ সুপ্রিম কোর্ট এই সমস্ত ব্যাঙ্ক ও কোম্পানিকে কল এবং ম্যাসেজএর মাধ্যমে জনগণের কাছে সঠিক খবর পৌঁছানোর নির্দেশ দেন।আশ্চর্যের বিষয় হলো যে সুপ্রিমকোর্টএর বিচারক নিজে এই ধরণের কল ও ম্যাসেজ দ্বারা বিরক্ত হন।সুপ্রিম কোর্ট আধার আইনের সাংবিধানিক বৈধতা ও আধারের সাথে নাম্বারের যুক্তিকরণ নিয়ে কেন্দ্রের কাছে উত্তর চেয়েছেন।নভেম্বরের শেষ সপ্তাহে এই বিষয়ে শুনানি হবে।বেঞ্চ বলে টেলিকম পরিষেবা ও ব্যাঙ্ককে তাদের গ্রহকদের সঠিক ভাবে আধার লিংকের শেষ সময় ও দিন জানিয়ে দিতে হবে।ব্যাঙ্ক ও টেলিকমের আধারলিংকের শেষ তারিখ যথাক্রমে ৩১সে ডিসেম্বর ২০১৭ ও ৬ ফেব্রুয়ারি ২০১৮।অন্যদিকে কেন্দ্র সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে যেখানে বলা হয়েছে, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারির মধ্যে ফোন নাম্বার ও ব্যাঙ্ক একাউন্ট এর সাথে আধারের লিংক করতে হবে।যিনি করবেন না তিনি মোবাইল পরিষেবা থেকে ব্যাহত হবেন এবং উনাকে নতুন ব্যাঙ্ক একাউন্ট খুলতে হবে। তবে মোবাইল নাম্বারের সাথে কেন যুক্ত করতে হবে এই নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জবাব চায়, এই বিষয়ের শুনানি হবে নভেম্বরের শেষ সপ্তাহে।
EmoticonEmoticon