বিজেপিতে যোগ দিয়ে মুকুল ২০১৯ বিজেপি বাংলাই...

- November 03, 2017
photo by supravat.in
সমস্ত জল্পনার অবসান করে বিজেপিতে যোগ দিলেন মুকুল রায়।তাঁকে স্বাগত জানালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও স্বপন দাশগুপ্ত,এবং তার সাথে ওনাকে ফুল এবং বিজেপি মেম্বারশিপ কার্ড দিয়ে সম্বর্ধনা করা হয়, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন,বাংলাই এখুন অরাজকতা চলছে ধর্মনিরপেক্ষ রাজনীতি চলছে তা বন্ধ করতে এবং মুকুল রায় এর মতো নেতা পেযে বিজেপি খুসি, তাকে দলে নিলে লাভবান হবে গোটা পশ্চিমবঙ্গ। তিনি তার সাথে এও বলেন গোটা দেশের অধিকাংশ রাজ্যে আমরা ক্ষমতায় আছি।বাকি রাজ্যের মানুষও চাইছেন বিজেপিকে।
মুকুলের কথায়, ''বিজেপির সমর্থনেই আজ এই জায়গায় এসেছে তৃণমূল। ১৯৯৭ সালে তৃণমূল প্রতিষ্ঠার সময় বিজেপি পাশে না দাঁড়ালে মমতার দল এই জায়গায় আসতে পারত না। বাংলার মানুষ হাঁফিয়ে উঠেছে। বিকল্প খুঁজছে। ২০২১ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নতুন সরকার আসবে পশ্চিমবঙ্গে।'' তিনি আরও বলেন,''বিজেপি ধর্মনিরপেক্ষ দল। ১৩টি রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা। ৫টি রাজ্যে তাদের উপমুখ্যমন্ত্রী রয়েছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি।'' বিজেপিতে যোগদানের পরই অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন মুকুল রায়।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search