বিদ্যা বালানের সেনার ওপর গুরুতর আরোপ লাগানোর পর ,সেনা যা জবাব দিল শুনলে লজ্জায় .. | দেখুন ভিডিও

- November 11, 2017
ভারতবর্ষে প্রায় সেনাদের নিয়ে কেউ না কেউ এমন মন্তব্য করে যে সেটা নিয়ে বিবাদ হওয়া নিশ্চিত অথবা এটাও বলা যেতে পারে কেউ বিতর্ক সৃষ্টির জন্যই কেউ মন্তব্য করে থাকে।কিছুদিন আগে বিদ্যা বালন এক ইন্টারভিউতে সেনার এক জওয়ানের ওপর গুরুতর অভিযোগ করেছিল,যার ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েগেছিল।সেই অবস্থায় সেনার পোশাক পরিহিত এক জওয়ান বিদ্যা বালনকে জবাব দিয়েছিলেন যার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।আসলে কিছুদিন আগে বিদ্যা বালন বলেছিলেন এক জওয়ান নাকি কোনো এক স্টেশনে তার বুকের দিকে তাকিয়ে ছিলেন এবং তাকে চোখের ইশারাও করেছিলেন এই মন্তব্য করার পর এক সেনার পোশাক পরা জওয়ান ভিডিওর মাধমে তার জবাব দেন।


সেই ভাইরাল ভিডিওটি দেখুন


আপনাদের জানিয়ে রাখি ভিডিওটাতে জওয়ান এক কবিতা পড়ছেন,যেটাকে বিদ্যা বালানের মন্তব্যের জবাব বলে মনে করা হচ্ছে।আপনাদের আরো জানিয়েরাখি ওই যে কবিতাটি পড়ছেন সেটা কবি গৌরব চৌহানের কবিতা বলে মনে করা হচ্ছে।এই ভিডিওটি আসার পর থেকে প্রচুর মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিও তে থাকা যুবক নিজেকে সেনার জওয়ান বলেছেন যদিও আমরা এখনো এই ব্যাপারে নিশ্চিত নয়।




EmoticonEmoticon

 

Start typing and press Enter to search