ডেস্ক: সম্প্রতি হিমাচল প্রদেশ প্রচারে গিয়ে রাহুল গান্ধী এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন।এই সমাবেশের মাধমে রাহুল গান্ধী বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছিলেন।ভাষণ দেওয়াকালীন রাহুল গান্ধী এমনকিছু কথা বলেন যাতে উনি অনেকের সমালোচনার মুখে পড়েন।বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তিনি খুব সমালোচিত হন।আসলে তিনি বলেছিলেন যে তিনি এমন একটা দিনের আশা করেন যেদিন চীনের যুবক নিজের মোবাইলে ফটো তুলবে,কিন্তু যখন সে দেখবে তখন সেখানে মেক ইন ইন্ডিয়া লেখা থাকবে।আপনাদের জানিয়ে দি এই কথা বলার পর হিমাচল প্রদেশের সমাবেশে থাকা লোকজনেরা রাহুলের খুব মজা উড়িয়েছেন এবং রাগও দেখিয়েছেন।নিউজ সংস্থা এএনআই রাহুল গান্ধীর নিয়ে এই টুইট করার পর সোশ্যাল মিডিয়ায় সোরগোল পড়ে যাই।দেখুন টুইট গুলি ।
অনেকে রাহুলের সাথে সাথে কংগ্রেসেরও সমালোচনা করেছেন।
রাহুল গান্ধী আসলে বিজেপির সমালোচনা করতে গিয়ে নিজেই সমালোচিত হয়েছেন।
EmoticonEmoticon