বিজেপি সমর্থকরা সাবধান হোন কিছু ভুয়ো নেতা নেত্রী দের থেকে- পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি

- November 15, 2017
সোশ্যাল মিডিয়া  থেকে সাবধানতা অবলম্বন করতে বললেন বিজেপি বঙ্গ ব্রিগেড।তাদের মতে কিছু লোক সোশ্যাল মিডিয়ায় নিজেদের এমন ভাবে প্রচার করছেন যেন তাঁরা বিজেপির প্রতিনিধি।অথচ এরাই কিছুদিন আগে বিজেপি নিয়ে বাজে মন্তব্য করতে পিছুপা হতো না।

পশ্চিমবঙ্গ বিজেপির মতে এরা সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে নিজেদের নিজস্বী তুলে প্রচার করছেন যেন তারা বিজেপির কোনও বড় নেত্রী বা নেতা।এক বিজেপি নেতার অভিযোগ রানী রাসমণি রোডে বিজেপি সভার দিন ২ জন সোশ্যাল মিডিয়ায় সেলফি তুলে নিজেদের বিজেপি নেতা বলে দাবি জানিয়েছিল।উক্ত দুই ব্যাক্তি নাকি মুকুল রায় এর হাত ধরেও বিজেপিতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল এবং এখনও চেষ্টা চালাচ্ছে,কিন্তু সংগঠনের তৎপরতায় তা হতে দেওয়া হয়নি। ২০১৪ সালের গেরুয়া ঝড়ের পর ধুয়ে মুছে সাফ হয়ে যেতে থাকে বিরোধী দলগুলি।এই সময় কিছু দালাল লোক পদ পাওয়ার জন্য বিজেপিতে যোগ দিয়ে বিশেষ পদের দাবি জানতে শুরু করেছিল যার ধারা এখনো শেষ হয়নি।বিজেপির মতে এদের আসল উদ্দেশ পদ দখল করা।উন্নয়নের জন্য এরা যোগদান করতে চাই না।যেটা বিজেপি কোনোদিনই মেনে নেয়নি। বিজেপির মতে,পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপির শিকড় দিন দিন শক্ত হচ্ছে তাই এবার ভুয়ো ব্যাক্তিরা উঠে পড়ে লেগেছে বিজেপিতে যোগ দিয়ে দলটাকে নষ্ট করতে ।সেটা যাতে না হয় তাই আগে হতেই সাবধান করল বঙ্গ বিজেপি।


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search