জামুরিয়া: কারও অনুমতির তোয়াক্কা না করেই ভেঙে ফেলা হয়েছে, জামুরিয়ার আখলপুরের স্বাস্থ্য কেন্দ্রের পুরানো হাসপাতাল ভবনটি।শুধু তাই নয়,কাটা হয়েছে ওই চত্বরের একাধিক গাছও। এই ঘটনায় বিএমওএইচ কে শো-কজ করলেন এসডিও প্রলয় রাইচৌধুরী।আগামী ২৪ঘন্টার মধ্যে বিডিও র কাছে এসে এই বিষয়ে জবাবদিহি করার নির্দেশ দেয়া হয়েছে তাকে।অন্যদিকে বৃহস্পতিবার পৌরসভার বোর্ড মিটিং এ জামুরিয়ার সিপিএম কাউন্সিলার তাপস কবি এই বিষয়ে মেয়র জিতেন্দ্র তেওয়ারি র দৃষ্টিও আকর্ষণ করেন।মেয়র বলেন 'এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে অভিযোগ জানিয়ে তদন্ত করতে বলা হবে।' যদিও আখলপুরের স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ অবিনাশ মুর্মুর ,'রোগী কল্যাণ সমিতির সিদ্ধান্ত মেনেই এই ওই পুরানো ভবন ভাঙা হয়েছে ও গাছ কাটা হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাধন রায় এনজিও কে এই গাছ কাটা করিয়েছেন।ওখানে সাপ ছিল।বহু আগে দু তিনজন কে সাপে কামড়েছে।'
এই ঘটনার দায় অবশ্য নিজের ঘাড়ে নিতে নারাজ জামুরিয়ার পুর এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি সাধন রায়।ঘুরিয়ে তিনি আঙ্গুল তুলেছেন বিএইমওএইচ এর দিকে।সাধন বলেন,'আমাকে এখানকার বিএমএইচ এবং দু জন চিকতসক বলেন, পুরানো ভবন তা ভেঙে দিন।এই প্রাচীন ভবন টা এমনিতেও কোনো কাজে লাগে না।আমি তখন প্রশ্ন করি ফান্ড কে দেবে?বিএমএইচ বলেন, আমাদের কোনো ফান্ড নেই।আপনি ব্যবস্থা নিন।ওদের কথা শুনে আমি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে মিশিন আনিয়ে ভাঙ্গায়।আমার জানা ছিল না যে এমন কোনো ভবন ভাঙতে হলে পৌর,পিডব্লিউড ই বা সিএইমওএইচ এর অনুমতির দরকার।বিএইমএইচ আমাকে এসব বলেননি।আমি সদ্য দায়িত্ব নিয়েছি।তদন্ত হলে আমি বলবো এই বিষয় তা জানতাম না।'
এই প্রসঙ্গে বিডিও অনির্বান চক্রবর্তী বলেন, মহকুমা শাসকের নির্দেশে আমরা ওই হাসপাতালে গিয়ে তদন্ত করেছি ।অনেক প্রশ্ন উঠে এসেছে।বিএইমএইচ কে শো-কজ করা হয়েছে।উনি কি জবাব দেন তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।
এই ঘটনার দায় অবশ্য নিজের ঘাড়ে নিতে নারাজ জামুরিয়ার পুর এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি সাধন রায়।ঘুরিয়ে তিনি আঙ্গুল তুলেছেন বিএইমওএইচ এর দিকে।সাধন বলেন,'আমাকে এখানকার বিএমএইচ এবং দু জন চিকতসক বলেন, পুরানো ভবন তা ভেঙে দিন।এই প্রাচীন ভবন টা এমনিতেও কোনো কাজে লাগে না।আমি তখন প্রশ্ন করি ফান্ড কে দেবে?বিএমএইচ বলেন, আমাদের কোনো ফান্ড নেই।আপনি ব্যবস্থা নিন।ওদের কথা শুনে আমি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে মিশিন আনিয়ে ভাঙ্গায়।আমার জানা ছিল না যে এমন কোনো ভবন ভাঙতে হলে পৌর,পিডব্লিউড ই বা সিএইমওএইচ এর অনুমতির দরকার।বিএইমএইচ আমাকে এসব বলেননি।আমি সদ্য দায়িত্ব নিয়েছি।তদন্ত হলে আমি বলবো এই বিষয় তা জানতাম না।'
এই প্রসঙ্গে বিডিও অনির্বান চক্রবর্তী বলেন, মহকুমা শাসকের নির্দেশে আমরা ওই হাসপাতালে গিয়ে তদন্ত করেছি ।অনেক প্রশ্ন উঠে এসেছে।বিএইমএইচ কে শো-কজ করা হয়েছে।উনি কি জবাব দেন তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।
EmoticonEmoticon