কেন্দ্রের সাহায্যে বাংলাকে নতুন পরিচয় দিলেন মমতা বানার্জী,শুভেচ্ছা জানিয়ে বললেন..

- January 05, 2018
এদিন বিশ্ববাংলা লোগোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার ৭০ বছর পর আমরা নিজস্ব প্রতীক পেলাম।মুকলের কুরুক্ষেত্র-যুদ্ধে জল ঢেলে কেন্দ্রের বিজেপি সরকার স্বীকৃতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা বিশ্ববাংলা লোগোকে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্বীকৃতিতে স্বাধীনতার ৭০ বছর পর নিজস্ব প্রতীক পেল বাংলা। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন রাজ্যের সরকারি প্রতীক বিশ্ববাংলা লোগোর। এখন থেকে অশোক স্তম্ভের সঙ্গে বিশ্ববাংলার লোগোও ব্যবহার হবে সরকারি নথিপত্রে। প্রত্যেক রাজ্যেরই একটা নিজস্ব পরিচয় থাকা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্বীকৃতি দেওয়ার পর রাজ্যের মুকুটে একটা নতুন পালক যুক্ত হল। এবার লক্ষ্য বাংলার নাম পরিবর্তন।' মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যের নিজস্ব প্রতীক থাকার বিষয়টি আগের কোনও সরকারই ভাবেনি। আমরা ভেবেছি, আবেদন করে তাঁর স্বীকৃতিও আদায় করে নিতে সমর্থ হয়েছি, এটা একটা শুভ মুহূর্ত। এখন থেকে সরকারি কাজে রাজ্যের আলাদা লোগো ব্যবহার করা হবে। অশোকস্তম্ভের পাশে থাকবে বিশ্ববাংলা লোগোও।'

source


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search