কিছুদিন আগে রামমন্দির বানানোর জন্য সুন্নি সম্প্রদায়ের বিরোধিতাকারী শিয়া সেন্ট্রাল ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি মাদ্রাসার বিরুদ্ধে তোপ দাগলেন।ওয়াসিম রিজভী বলেন মাদ্রসাগুলি মোল্লা মৌলবীদের ব্যাবসায়ীক কেন্দ্রে পরিণত হয়েছে।আসলে ANI এর ইন্টারভিউতে ওয়াসিম রিজভী বলেন- মাদ্রাসা থেকে কতগুলো ডাক্তার, ইঞ্জিনিয়র বা বড়ো পদের অফিসার বেরিয়ে আসছে?বর্তমানে মাদ্রাসা গুলি থেকে জঙ্গি তৈরী হয়ে বেরিয়ে আসছে বলে দাবি করেন ওয়াসিম রিজভি।তিনি আরও বলেন মাদ্রাসা গুলিতে বড় কোনো বোর্ডের অনুমোদন থাকা উচিত এবং সেখানে মুসলিম ছাড়াও অন্যসম্প্রদায় দেরও শিক্ষার ব্যাবস্থা করা হোক।এই বিষয়ে তিন প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথকে চিঠিও পাঠিয়েছেন বলে জানান তিনি।দেখুন ভিডিও
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon