মুকলের জন্য রেগে মমতা !বেরিয়ে এলো কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি তৃণমূলের বিরুদ্ধে!!

- December 15, 2017
এবার হাজার কোটি দুর্নীতির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধে তুললেন মুকুল রায়।  তিনিই এখন মস্ত বড় বিপদ তৃণমূলের কাছে। আসন্নপঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে একে একে ঝাঁপি থেকে সাপ বের করেই চলেছেন মুকুল রায়।এবার মুকুলের নিশানায় তৃণমূলের হাজার কোটির দুর্নীতি। মমতার সাধের নীল-সাদা রংকেই কাঠগড়ায় তুলছেন মুকুল রায়। তিনি অভিযোগ করেন, নীল-সাদা রং নিয়ে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূলের সরকার। একইসঙ্গে তিনি টার্গেট করেন ত্রিফলা বাতি ও এলইডি দুর্নীতি নিয়ে। এই ত্রিফলা-কাণ্ডে কেলেঙ্কারিতে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।বিজেপিতে যোগ দেওয়ার পরই মুকুল রায় ফাইল খুলে তৃণমূলের বিরুদ্ধে বিশ্ব-বাংলা তাস খেলেছিলেন।
বিজেপি আজ বাঙ্গালায় যে  একে একে সামনে এনেছিলেন জাগো-বাংলা, মা-মাটি-মানুষ স্বত্ত্বাধিকারের প্রশ্ন। তাতে বর্তমান সরকার চিন্তায় পরেছে, তারপর নীল-সাদা রং দুর্নীতি প্রকাশ্যে নিয়ে এলেন। তিনি দাবি তোলেন এই নীল-সাদা রংয়ের খরচের হিসেব প্রকাশ্যে আনতে হবে।কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রারও ঘোর সমালোচনা করেন তিনি। তাঁর কটাক্ষ, 'মুখ্যমন্ত্রী শিল্প ধরতে বিদেশে তো যাচ্ছেন। কিন্তু শিল্প আর ধরা দিচ্ছে কই। কটা শিল্প এসেছে এই ছ-বছরে। শুধু বাগাড়ম্বরই হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। তৃণমূলও বিগত বাম সরকারের পন্থা অবলম্বন করে সহিংস পথে ভোট জিততে আগ্রহী। মুখে যতই উন্নয়নের কথা বলুন মুখ্যমন্ত্রী, তা হয়নি। 


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search