মুকুল বার করলো আরো এক নতুন তথ্য, শুরু হল আবার এক জল্পনা || Supravat.in

- November 30, 2017

বিশ্ব বাংলার নাম নিয়ে ব্যবসা জানালেনমুকুল রায়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর কথায় যথেষ্টই অসঙ্গতি রয়েছে। এ ব্যাপারে তদন্ত হওয়া দরকার।বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশ্ব বাংলা লোগো আর নাম আমার তৈরি। ২০১৩ সালে এই লোগো তৈরি করি। রাজ্য সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে তা ব্যবহার করতে দেওয়া হয়েছে।”বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবিকে কার্যত ‘মিথ্যা’ বলে বিজেপি নেতা মুকুল রায় প্রশ্ন তোলেন, ‘‘বিশ্ব বাংলা লোগো যদি মুখ্যমন্ত্রীর তৈরি হয়, তা হলে ২০১৩-র ২৬ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা লোগোর ট্রেডমার্কের জন্য আবেদন জানালেন কী ভাবে?’’

দেখুন সেই ভিডিওটি   

                                     


EmoticonEmoticon

 

Start typing and press Enter to search